শতদলে বাঁধিয়াছ তব ঘর
শিথিল বাতাসে দুলিয়া
তাহাতেই রাখিয়াছ তব যবনিকা
মোরে গিয়াছ ভুলিয়া,
যতোনে সাজিয়াছ আজ অমন করিয়া
নদীর নাও তে বসিয়াছ-
কি? সুখের পাল ধরিয়া
তুমি রাজবংশের রাজহংসী
আমি এক লেটা দিন দরিয়া,
নয়নে কাজল ভাসিয়াছ
নয়ন রয়েছো মুদিয়া
তাহাতে চাহিয়া বসিয়া পথে
মরি গো-মম স্বপ্ন- খুঁজিয়া,
মোর নয়নে ছলছল অশ্রু ঢালিয়া-
হৃদয় ভিটে গিয়াছো ত্যাজিয়া
চলিয়া গিয়াছো মোর প্রিয়তম
চলিয়া গিয়াছো? মোর প্রিয়া।
Tags:
বাংলা কবিতা